ভালবাসা আর হৃদয়ের মামলা সকলের জন্যই জটিল, এমনকি সেলিব্রিটিদের জন্যও। সম্প্রতি গায়িকা নেহা কক্কর তার প্রাক্তন প্রেমিক হিমানশ কোহলীর সাথে বিচ্ছেদের পর থেকেই সংবাদ মাধ্যমে জোরেশোরে শিরোনাম হচ্ছেন। তিনি লোক সম্মুখে বিচ্ছেদ স্বীকার করে মুখ খুলেও বাহবা পাচ্ছেন অনেকের।
যদিও তিনি ব্রেক আপের পর থেকেই কখনো ভাল কিংবা কখনো মন্দের মধ্য দিয়ে যাচ্ছেন। তবুও এর সব ভার তিনি নিজের কাঁধেই নিচ্ছেন। ‘ভ্যালেন্টাইন্স ডে’ যখন নিকটেই ঠিক তখনই তিনি সিঙ্গেল থাকার নানা উপকারীতা নিয়ে ইন্সটাগ্রাম এ পোস্ট দিয়েছেন।
তার স্ক্রিনশট দেয়া হলঃ
তাহলে বোঝায় যাচ্ছে নেহা তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে কতটা বদ্ধ পরিকর। আমরাও তাকে শুভকামনা জানাই।