প্রায় নয় মাস প্রেম করার পর জেনিফার লরেন্স এবং কোকে ম্যারোনের বাগদান সম্পন্ন হয়েছে। ২৮ বছর বয়সী এই অস্কার জয়ী অভিনেত্রীকে সম্প্রতি নিউইয়র্ক সিটিতে বৃহদাকার এঙ্গেজমেন্ট রিং হাতে ৩৪ বয়সী আর্ট গ্যালারিস্টের সাথে দেখা গেছে।
“প্রকান্ড পাথর ছিল এটি। তাঁদের কে দেখে মনে হচ্ছিলো তারা উদযাপন করছিল এবং মানুষ সেটা নিয়ে কথা বলছে”। এক সূত্রের বিবৃতি।
“আংটিটি খুবই চোখে পড়ার মত। তারা দুজনে পিছনে এক কোণায় বসে ছিল। লরেন্সের গায়ে ছিল সুন্দর কালো রঙের উপর ছোট ছোট সাদা ফোটা দেয়া পোশাক"।
অভিনেত্রীর একজন প্রতিনিধি নিশ্চিত করেছে এই জুটি শীঘ্রই বিয়ে করছেন।
তারা ২০১৮ সালের জুন মাস থেকে প্রেম করছেন। তারা দুজনে একে অন্যের সাথে পরিচিত হন জেনিফারের বন্ধু লরা সিম্পসনের হাত ধরে।
ম্যারোনির আগে লরেন্স চিত্র পরিচালক ড্যারেন আরোনফস্কি সাথে সম্পর্কে জড়িয়েছিলেন। যিনি “মাদার” সিনেমা পরিচালনা করেছেন এবং তার নাম ভূমিকায় অভিনয় করেছেন জেনিফার লরেন্স।