আমেরিকান সংগীতশিল্পী ক্রিস ব্রাউন এর পক্ষ নিয়ে কথা বলায় জাস্টিন বিবারের ভক্তরা তার উপর রীতিমত ক্ষেপে উঠলো।
সম্প্রতি জানা যায়, শিল্পী ক্রিস ব্রাউনের বিরুদ্ধে যৌন হয়রানীর মামলা হয়েছে। হয়রানীর শিকার ২৫ বছর বয়সি তরুণীর দেয়া জবানবন্দীতে ফ্রেঞ্চ পুলিশ ক্রিসকে গ্রেফতার করে। জবানবন্দীতে তরুণী আরও জানান ঘটনায় ক্রিসের দেহরক্ষীও যুক্ত ছিলেন। তবে পরবর্তী সময়ে ক্রিস ব্রাউনকে মুক্ত করে দেওয়া হয়। ঘটনায় ক্ষুব্ধ ক্রিস জানায় এটা তার এবং তার পরিবারের জন্য খুব অপমানজনক।
অন্যদিকে পপ তারকা জাস্টিন বিবার ইন্সটাগ্রামের এক মন্তব্যে এ ব্যপারে ক্রিসের পক্ষ নিয়ে জানায় ক্রিস সম্পুর্ন নির্দোষ এবং তাকে কোন অপমান ছুঁতে পারবেনা। এই মন্তব্যে বিবারের ভক্তরা রীতিমত ক্ষেপে উঠলো এবং তাকে নিয়ে নানা রকম কটূক্তিও করল। এক ভক্ত বলেন, তিনি বিবারকে সম্মান করেন কিন্তু অন্যায়ের পক্ষ নিলে তা কখনই মেনে নেবেন না; আরেক ভক্ত তাদের দুজনকে এবং তাদের প্রকাশিত গানকে বর্জন করবেন বলে ঘোষণাও দিয়েছেন।
ভক্তদের এসব মন্তব্যে এ কথাই পরিষ্কার যে জাস্টিনের এই মন্তব্য সম্পুর্ন অর্থহীন এবং এক বড় ধরনের অন্যায়।
এদিকে, জাস্টিন এবং হেইলি বেল্ডউইন তৃতীয়বারের মতো তাদের বিয়ে স্থগিত করেছেন অনেক আত্মীয় পহেলা মার্চ বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেননা বলে।