বিয়ের পর কনে বরের বাড়িতে গিয়ে উঠবে। আমাদের এই উপমহাদেশে এমনই রীতি। কিন্তু রণবীর করলেন উল্টো। বিয়ের পর নিজ বাড়িতে দীপিকাকে না এনে দীপিকার বাড়িতেই গিয়ে উঠলেন।
ইন্ডিয়া টুডে ম্যাগাজিন কভারে ফিচার হয়ে রণবীর সিং জানালেন, তার এই সিদ্ধান্ত সম্পর্কে। রণবীর এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসাবে বলেন, “আমি বড় হয়েছি এমন বিয়ের সম্পর্ক দেখে যেখানে বিয়ে একটি প্রতিশ্রুতি। যেভাবে হোক বিয়ে টিকিয়ে রাখার মনোভাব দেখে বেড়ে উঠেছি। আমার কাছে দীপিকা যেখানে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সেখানে চলে আসাটাই সবচেয়ে ঠিক কাজ লেগেছে।”
কিন্তু দীপিকার সাথে থাকতে হলে কিছু নিয়ম মেনে চলতে হয়। রণবীর জানিয়েছেন, রাতে বেশি দেরি করে বাইরে থাকা, না খেয়ে বাইরে যাওয়া আর ফোন কল মিস করা নিষেধ।