মার্ভেল সিনেমার ভক্তদের জন্য ২০১৯ খুবই আনন্দময় একটি বছর। কারণ নতুন মুভি প্রকাশের সাথে সাথে বিগত বছরগুলোতে মুক্তি পাওয়া অনেক ছবির দ্বিতীয়ার্ধ প্রকাশ পেতে যাচ্ছে এবছর। ভক্তদের অধীর আগ্রহে অপেক্ষার তালিকাভুক্ত এমনই একটি ছবি “স্পাইডার ম্যানঃ ফার ফ্রম হোম”। ১৫ জানুয়ারি মুক্তি পেল এর প্রথম ট্রেলার। গত ২৮ জুন ২০১৭ তে “স্পাইডার ম্যানঃ হোম কামিং” মার্ভেল ভক্তদের বেশ মাতিয়েছিল। কিন্তু মজার ব্যাপার হল “অ্যাভেঞ্জারসঃ ইনফিনিটি ওয়ার” এর শেষ দৃশ্যের কারনেই ভক্তরা স্পাইডার ম্যনের এই দ্বিতীয়ার্ধ দেখার জন্য বেশ উৎসুক কারণ ইনফিনিটি ওয়ার এর সেই দৃশ্যে ভিলেন থ্যানোস এর তুড়িতে অন্যান্য সুপারহিরোদের সাথে ধুলিস্মাত হয়ে যায় স্পাইডার ম্যান। এখন মূল প্রশ্ন তাদের এই প্রিয় সুপারহিরো ফিরে এল কি করে।
এই ছবির আরেক আকর্ষণ “প্রিন্স অফ পার্সিয়া” ছবির প্রিন্স দাস্তান চরিত্রের অভিনেতা জেইক গ্যালেনহল। মিস্টেরিও নামে এক মার্ভেল ভিলেনের চরিত্রে স্পাইডার ম্যানের বিপরীতে তিনি থাকছেন।
এবছর ৫ জুলাই মুক্তি পেতে যাচ্ছে এই ছবি।