শাকিব খান ও অপু বিশ্বাস পুত্র আব্রাম খান জয়ের মাথা-ভর্তি লম্বা চুল ছিলো। সেই চুল কেটে ফেলতে হয়েছে বিশেষ কারণে।
বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত একটি স্কুলে ভর্তি হয়েছে জয়। স্কুল থেকে জানানো হয়েছে বড় চুল রাখা যাবে না। বাবা শাকিব খানকে স্কুল কর্তৃপক্ষ অনুরোধ করেছিলেন তার ছেলের চুল ছোট করে রাখার জন্যে। পরে শাকিব খানই সব ব্যবস্থা করেন।
ছেলেকে বাসায় নিয়ে এসে নরসুন্দরকে দিয়ে তার চুল কোন স্টাইলে রাখা হবে তা ঠিক করে দেন শাকিব। জানা যায়, জয়ের চুল কাটতে টানা ৩ ঘণ্টার মতো সময় লাগে। পুরো সময় শাকিব খান ছেলে আব্রামের পাশেই ছিলেন।
অপু বিশ্বাস বলেন, “নিজে বসে থেকে জয়ের এই লুকটা ঠিক করেছেন শাকিব খান। এই লুকটা আমারও পছন্দ হয়েছে। প্রায় সময় এখন ছেলেকে নিজের কাছে রাখেন শাকিব। মাঝে-মধ্যে ছেলেকে নিয়ে ঘুরতেও যান তিনি।”