গত ৫ জানুয়ারী ৩৩-এ পা দেয়া বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকন তাঁর জন্মদিনে ওয়েব সাইট খুলে ভক্তদের এক সুন্দর উপহার দিলেন। দীপিকার জীবনাচরণ, চালচলনসহ অন্যান্য খুঁটিনাটি তথ্য থাকবে এই সাইটে। অর্থাৎ দীপিকা সংক্রান্ত যেকোন তথ্যের জন্য ভক্তদের আর অন্য কোন ওয়েবসাইটের উপর নির্ভর করতে হবে না।
দীপিকা তাঁর সোশ্যাল মিডিয়ার একটি অ্যাকাউন্টে এই সাইট সম্পর্কে প্রথম ঘোষণা দেয়। সাইটের লিঙ্ক http://www.deepikapadukone.com