স্বনামখ্যাত অভিনেতা আলমগীর ও গীতিকবি খোশনূরের কন্যা শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের জন্মদিন আজ। আজ ৭ জানুয়ারি তার জন্মদিনে প্রিয় শিল্পীকে আনন্দধারা’র পক্ষ থেকে শুভেচ্ছা ।
এদিকে রোববার দিবাগত রাত ১২টার পর থেকেই ভক্ত ও শুভাকঙ্খীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন আঁখি আলমগীর। তার ফেসবুকেও বইছে শুভেচ্ছা আর শুভকামনার বন্যা।
আঁখি আলমগীর শিশুশিল্পী হিসেবে ১৯৮৪ সালে ‘ভাত দে’ ছবিতে অভিনয় করেন । প্রথম ছবি দিয়েই তিনি জয় করে নিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর আর তাকে অভিনয়ে দেখা যায়নি। ১৯৯৭ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘প্রথম কলি’।