“ভারত” সিনেমার শূটিং নিয়ে ব্যস্ত সালমান খান দিল্লি, মাল্টা, আবুধাবী, পাঞ্জাব ঘুরে বর্তমানে অবস্থান করছেন গোয়াতে। এই ছবির শূটিং সংক্রান্ত ছোট খাটো ভিডিও ক্লিপ বা ছবি প্রায়ই ছড়াচ্ছে ইন্টারনেটে। সম্প্রতি সালমান খানের অফিসিয়াল টুইটারে এমনই একটি ভিডিও ক্লিপ প্রকাশ পেয়েছে যেখানে সালমান কে তীর নিক্ষেপ করার প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে।
ভিডিওতে দেখা যায় সালমান সঠিক নিশানায় তীর পৌঁছানর চেষ্টায় আছেন এবং তার কলাকুশলীরা তা নিয়ে উল্লাস করে যাচ্ছে। সালমান কে তীরন্দাজ হিসেবে বেশ ভালই দেখা যাচ্ছে সেই ভিডিও ক্লিপে। ভারতীয় মিডিয়ার রিপোর্টে আরও জানা যায় গুজবে রটিত তার বান্ধবী ইয়্যুলিয়া ভানটুর সালমানের সাথেই আছেন গোয়াতে এ যাত্রায়।