শবনম বুবলী অভিনীত বেশির ভাগ ছবি দর্শকরা পছন্দ করেছেন। গত বছর ‘ক্যাপ্টেন খান’, ‘সুপারহিরো’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ নামের তিনটি ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা গেছে তাকে । এর মধ্যে ‘ক্যাপ্টেন খান’ ছবিটি ব্যবসা সফল হয়েছে ।
নতুন বছরের শুরুতেই কাজী হায়াৎ পরিচালিত ৫০তম ছবি ‘বীর’-এ শাকিব খানের বিপরীতে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। কিছুদিনের মধ্যেই ছবিটির শুটিং শুরু হবে ।
এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘ভালো গল্পের ছবিতে অভিনয় করার চেষ্টা করেছি। ভালো গল্পের প্রতি দুর্বলতা সবসমই রয়েছে। ‘বীর’ ছবির গল্পটি অনেক সুন্দর আর কাজী হায়াৎ আমাদের দেশের স্বনামখ্যাত একজন পরিচালক । তার সঙ্গে কাজ করাটা একজন অভিনয় শিল্পী হিসেবে অনেক সৌভাগ্যের ।’