সম্প্রতি সেন্সরে জমা পড়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ছবি ‘শনিবার বিকেল’। ছবিতে অভিনয় করছেন অস্কার মনোনীত ‘ওমর’ সিনেমার ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানী , নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, মাহমুদুজ্জামান বাবু, কলকাতার পরমব্রত, ইরেশ জাকের, ইফতেখার দিনার এবং গাউসুল আজম শাওন ।
সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, শিগগিরই সেন্সর বোর্ডের সদস্যরা দেখবেন ‘শনিবার বিকেল’ছবিটি । ছাড়পত্র পেলে চলতি বছরের শুরতেই বড়পর্দায় সিনেমাটি দেখতে পাবেন দর্শকরা।
বাংলাদেশ-ভারত-জার্মান যৌথ প্রযোজনার এই সিনেমায় বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া, কলকাতার শ্যাম সুন্দর দে’র পাশাপাশি ছবিয়ালও প্রযোজকের দয়িত্বে রয়েছে।