ফারহান আখতার এবং সিবানি দন্দকার এর সোশ্যাল একাউন্ট সম্প্রতী সকলের কাছেই লক্ষণীয় হয়ে উঠছে। উভয়েই একে অপরের সাথে ভালোবাসা ও উষ্ণতায় পরিপুর্ন ছবি শেয়ার করছে। তাতে মনে হচ্ছে তাদের মাঝে প্রেম জমে ক্ষীর; যদিও এ বিষয়ে তারা এখনও প্রকাশ্যে মুখ খোলেননি।
২০১৮ তে বলিউডে যে বিয়ের জোয়ার উঠেছে তার রেশ ২০১৯ এ এসেও জারি থাকছে। বলিউডের বেশ কিছু জুটি এবছর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলে ধারণা করছে অনেকেই। সেই তালিকাতেই হয়তো নতুন যুক্ত হচ্ছে ফারহান-সিবানি।
ভারতীয় মিডিয়া থেকে জানা যায়, দুজনেই তাদের এই বিয়ের ব্যপারে সুনিশ্চিত এবং খুব সম্ভবত এই বছরের শেষে অথবা পরবর্তি বছরের শুরুতে বিয়ে করবেন। এমন কি ফারহান এর সন্তানেরাও সিবানিকে সাগ্রহে গ্রহণ করেছে।