শোবিজের দর্শকপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। ভালোবাসা দিবসের পাঁচ নাটকে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আজ (শুক্রবার) থেকে এসব নাটকের শুটিং শুরু হবে। টানা চারদিন এ শুটিং চলবে।
আনন্দধারাকে মম বলেন, আজ থেকে শুটিং নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি। টানা চারদিন শুটিং করবো। নাটকগুলো ভালোবাসা দিবসের পাঁচটি নাটকে কাজ করছি এবার। সেগুলোেরই শুটিং শুরু করছি আজ থেকে। এখনও এসব নাটকের নাম এখন নির্ধারণ করা হয়নি।
তিনি আরও বলেন,রাজধানীর আশেপাশে বিভিন্ন লোকেশনে এসব শুটিং হবে। এরপরে আবার ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবো।