সরকারি কর্মচারিদের আবাসিক কলোনির ডি ক্যাটাগরির দালানের একটি ফ্ল্যাট নম্বর ‘ডি-টুয়েন্টি’। ফ্ল্যাটটি বর্তমানে মূলত একটি মেস। সবাই স্বল্প আয়ের মানুষ। দুই একজন ছাত্রও আছে। তারা সবাই পাবনা জেলার বাসিন্দা এবং সকলের মধ্যেই প্রচন্ড পরিমানে এলাকার টান বিদ্যমান। অন্যদিকে জেবুন্নেসা পাবনার মানুষকে একদমই সহ্য করতে পারে না। তার কাছে ডি-টুয়েন্টির বাসিন্দারা চক্ষুশূল। একদিন অদ্ভুত বেশভূষার যুবক মেগা ও ঘেগা হাজির হয় ডি-টুয়েন্টিতে। দুজনই পাবনা অঞ্চলের। ঘটতে থাকে বিচিত্র ঘটনা এইসব ঘটনাকে নিয়েই এগিয়ে চলে ‘ডি-টুয়েন্টি’ ধারাবাহিক নাটকের গল্প।
বৃন্দাবন দাসের রচনায় আরটিভিতে প্রতি শুক্র, শনি ও রবিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক নাটক ‘ডি-টুয়েন্টি’।
নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান এবং বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শখ, ফজলুর রহমান বাবু, শাহনাজ খুশি, আরফান আহমেদ প্রমুখ ।