বলিউড অভিনেতা কাদের খান গত ৩১ ডিসেম্বর ২০১৮, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বর্ষীয়ান এই অভিনেতার ছেলে সরফরাজ খান ভারতীয় মিডিয়াকে আগেই জানিয়েছিলেন তার বাবার দাফন হবে কানাডাতে। সেই অনুযায়ী ৩ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার কানাডার টরন্টোতে স্থানীয় সময় দুপুর ২টা ৩০মিনিটে কাদের খানের দাফন সম্পন্ন হবে।
সরফরাজ খানের বরাত দিয়ে ভারতীয় পত্রিকার খবরে জানা যায়, কাদের খানের পুরো পরিবার কানাডা থাকার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। স্থানীয় সময় দুপুর ২টা ৩০মিনিটে জানাজা নামাজ শেষে টরন্টোর মেডোভ্যাল সিমেট্রিতে কাদের খানের দাফন প্রক্রিয়া সম্পন্ন হবে।
১৯৩৫ সালের ২২ অক্টোবর আফগানিস্তানের কাবুলে জন্মগ্রহণ করা কাদের খান তিনি একাধারে চলচ্চিত্র অভিনেতা, কমেডিয়ান, চিত্রনাট্য ও সংলাপ লেখক এবং পরিচালক। ১৯৭৩ সালে রাজেশ খান্নার ‘দাগ’ সিনেমার মধ্য দিয়ে তিনি বলিউডে পা রাখেন। কাদের খান প্রায় ৩০০টি সিনেমায় অভিনয় করেছেন। পরিচালক ও চিত্রনাট্যকারের ভূমিকাও পালন করেছেন কাদের খান। ২৫০টির বেশি ছবিতে তিনি সংলাপ লিখেছেন।