সংগীত তারকা হৃদয় খানের আজ জন্মদিন । দিনটি আরও বিশেষ হয়ে উঠল যখন আজই মুক্তি পেল তার কন্ঠে গাওয়া বিশেষ একটি গান।
গানটি বিশেষ কেননা, এটি ব্যবহৃত হচ্ছে আরেক সংগীত তারকা তাহসান অভিনীত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সিনেমা ‘যদি একদিন’-এ। গানটির শিরোনাম ‘লক্ষ্মীসোনা’। এসএ হক অলিকের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন এবং সংগীত পরিচালনা করেছেন হৃদয় খান।
আরটিভি মিউজিক-এর ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হওয়া বিশেষ এই গানটির সঙ্গে পর্দায় বাবা ও মেয়ের চরিত্রে দেখা যাচ্ছে তাহসান খান ও শিশুশিল্পী রাইসাকে।
বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘যদি একদিন’ ছবিতে তাহসান ছাড়াও অভিনয় করেছেন শ্রাবন্তী (কর্লকাতা), রাইসা, তাসকিন, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ অনেকে।
উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারীতে মুক্তি পাবার কথা রয়েছে ‘যদি একদিন’ সিনেমাটি।