ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে ভালোবাসা দিবসে মুক্তি পাবে বাপ্পী ও মিম অভিনীত নতুন ‘দাগ’ সিনেমাটি। ছবিতে আরো অভিনয় করেছেন আঁচল। তারেক শিকদারের পরিচালিত ছবিটি ইতোমধ্যে সেন্সর ছাড়পত্রও পেয়েছে।
‘দাগ’ ছবির মাধ্যমে চতুর্থবারের মতো জুটি হযেছেন বাপ্পী ও মিম ।
বাপ্পী বলেন, ‘দাগ ছবিটি একেবারে ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে । ত্রিভুজ প্রেমের গল্পটি সবার কাছে ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’
বিদ্যা সিনহা মিম বলেন, ‘অনেক দিন বিরতির পর বাপ্পীর সঙ্গে নতুন ছবি নিয়ে পর্দায় আসছি। আশা করছি আমাদের আগের সিনেমাগুলোর মতোই এই সিনেমাটিও দর্শকরা পছন্দ করবেন।’
ছবিটির কাহিনী লিখেছেন কামাল আহমেদ, সংলাপ ও চিত্রনাট্য করেছেন মোহাম্মদ রফিকউজ্জামান।