প্রিন্স মাহমুদের সুরে এবার সিডি আকারে প্রকাশিত হচ্ছে 'প্রিন্স মাহমুদ মিক্স' শিরোনামের একটি অ্যালবাম । এই অ্যালবামে মিনারের 'অবিশ্বাস' এবং কোনালের 'ভুল' গান দুটি ছাড়া সবগুলো গান আগেই ইউটিউবে আলাদাভাবে প্রকাশিত হয়েছে । অ্যালবামটিতে কতদূর, ঘোর, মায়া, বাড়ী, কবি, অবিশ্বাস ভুল শিরোনামের গানগুলো রাখা হয়েছে । গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী, তাহসান, ন্যান্সি, তপু, কণা, এলিটা, কোনাল ও মিনার
প্রিন্স মাহমুদ বলেন,‘ এখন তো সিডির যুগ বলতে গেলে নেই। এমন অবস্থায় সিডিতে অ্যালবামটি প্রকাশিত হচ্ছে। জি সিরিজ অ্যালবামটি সিডি আকারে প্রকাশ করার আগ্রহ দেখিয়েছে এজন্য ধন্যবাদ। আমার ধারনা গান সংরক্ষনের একমাত্র সুন্দর উপায় হচ্ছে সিডি।’