কিশোরীদের সচেতন করছেন চঞ্চল চৌধুরী ও নুসরাত ইমরোজ তিশা। ‘ঋতু’র বিভিন্ন জনসচেতনতামূলক প্রচারণায় দেখা যাবে দুজনকে।
সমাজের চলার পথে বেশ কিছু বিষয় নিয়ে সমস্যার মধ্যে পড়তে হয় কিশোরীদের। বিশেষ করে কিশোরীরা ঋতুকালীন বিষয়টিকে প্রথম প্রথম অনেক লজ্জার বিষয় মনে করেন।
সমাজের সব ধরণের প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে এ বিষয়ে তাদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন দুজন। ঋতু প্রকল্পের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন জনপ্রিয় দুই তারকা। ২০১৬ সাল নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে ‘ঋতু’ প্রকল্প বাংলাদেশের মেয়েদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা পরিস্থিতি উন্নয়নের জন্য কাজ করছে। শিগগিরই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বিজ্ঞাপনটি।