অপূর্ব অভিনীত নাটক ‘বুক পকেটের গল্প’ এনটিভিতে আজ রাত ৯ .০৫ মিনিটে প্রচারিত হবে । সৈয়দ ইকবালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাইসুল তমাল। নাটকটিতে অভিনয় করেছেন- অপূর্ব, নাজিয়া হক অর্ষা, নূসরাত জান্নাত রুহি-সহ অনেকই।
নাটকের গল্পে দেখা যাবে পাঁচ বছর পর দেশে এসেছে রুদ্র। চেনা রাস্তা আর চেনা পরিবেশে হাঁটতে হাঁটতে ফেলে আসা দিনগুলোর কথা খুব মনে পড়ে তার। হঠাৎ দেখা হয় অবন্তিকার সঙ্গে। যে রুদ্রকে একটা সময় ভালোবাসতো। কিন্তু রুদ্র তো ঘর বাঁধার মানুষ না। ফটোগ্রাফিকে সঙ্গী করে সে ঘুরে বেড়ায় কখনো পাহাড়ে, কখনো সমুদ্রে, কখনোবা অজানা সবুজের প্রান্তরে। এই রুদ্রর সাথে আবার পারিবারিকভাবে বিয়ে হওয়ার কথা ছিল পৃথার। এভাবেই এগিয়ে যাবে নাটকের গল্প।