ছবিটি ’৮৮ তে মুক্তি পাওয়া সেই প্রথম ছবিটির মত একই নামে প্রকাশ পাবে। বলা হচ্ছে এ ছবিটি প্রথম ছবিটির একটি পুনর্করণ। বলতে গেলে গল্পটি সেই প্রথম থেকে আবার শুরু হবে।
মাঙ্গা ও অ্যানিমে ভক্তদের জন্য একটি সুখবর। আসছে ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে নতুন গেম “জাম্প ফোর্স” যা নির্মিত হয়েছে মাঙ্গা ও অ্যানিমের সব বড় বড় প্রধান চরিত্রের নায়ক, নায়িকা নিয়ে। গেমটির জাপানী নাম “জানপু ফসু”।